ঢাকা অফিস: এক কন্যা সন্তানের পর এবার দুই পুত্রের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি তিন সন্তানের জনক হলেন।
সোমবার দিবাগত রাত ১২টা ৩২ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা।
বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন বলে জানা গেছে। রেলমন্ত্রীর পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২০১৬ সালের মে মাসে কন্যা সন্তানের বাবা হন মুজিবুল হক।
উল্লেখ্য জীবনের পড়ন্ত বেলায় ৬৭ বছর বয়সে ২০১৪ সালের অক্টবরে হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি।