…… দরোজায় মৃদু করাঘাত। অন্ধকার ঘর। জানালা দিয়ে দেখা যায়, অন্ধকার বনের আকাশ। এ রাতে কে এল আবার? শুয়ে শুয়ে আধো তন্দ্রার ভিতর জিজ্ঞাসা করলাম, ‘কে-এ?’
উত্তর এলঃ ‘আমি!’
— কে তুমি?
আবার সেই একই উত্তরঃ ‘আমি!’
আমি বললাম, ‘ঠিক করে বলো, কে তুমি? কী তোমার পরিচয়?’
রহস্যময় কণ্ঠস্বর এখন নীরব। দরোজার ওদিকে যে এসেছে, সে যেন কী উত্তর দেবে, ভাবছে।
আমি বললাম, ‘এখনও ভাবছ? মনে পড়ছে না নিজের পরিচয়?’
এবার একটু হাসির শব্দ। তারপর উত্তর এল, ‘আমি তুমিই প্রিয়! আমি তুমিই!’আর অমনি খুলে গেল দ্বার। ঘরের ভিতর এসে ঢুকল নতুন বছর ! শুভ নববর্ষ!!