মো.মনজুর কাদির মুকুল : নানা জল্পনা-কল্পনার এক পর্যায়ে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা মহিলা যুবলীগ আহবায়ক মাহামুদা বেগম অবশেষে জামিন পেলেন।বিজ্ঞ আদালত মঙ্গলবার তাঁর জামিন মন্জুর করেছেন।
আসামীপক্ষ গাইবান্ধা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত মাহামুদা বেগমের জামিন মন্জুর করেন।
দলীয় অজ্ঞাত আভ্যন্তরিন কোন্দলের জের ধরে গত রোববার ধাপেরহাট বন্দরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে
সৃষ্ট অপ্রত্যাশিত একটি ঘটনার সূত্রধরে প্রতিপক্ষ সাদুল্যাপুরের ধাপেরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম বাদী হয়ে নারী যুবনেত্রী মাহামুদা বেগমের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।
সাদুল্যাপুরের ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ওই সময় মাহামুদা বেগমকে গ্রেফতার করে।
পরদিন সোমবার তাঁকে গাইবান্ধা জেল হাজতে প্রেরন করা হয়। মঙ্গলবার বিজ্ঞ আদালত মাহামুদা বেগমের জামিন মন্জুর করেন।