আন্তর্জাতিক ডেক্সঃ মিশরীয় বাহিনী তাদের নিরাপত্তা অপারেশনে সিনাই উপদ্বীপে গত কয়েক দিনে ৩০ জঙ্গিকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনী শনিবার এ কথা জানিয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) দক্ষিণ সিনাইয়ে নিরাপত্তা বাহিনীর শত শত সদস্যকে হত্যা করছে। তাদের এই হত্যা বন্ধ করতে মিশরীয় কর্তৃপক্ষ লড়াই চালাচ্ছে। সেনাবাহিনী নিহত ৩০ জঙ্গি কোন গ্রুপের তা নিশ্চিত করেনি। তবে তাদেরকে ’চরম বিপদজনক’ হিসেবে বর্ণনা করে। এএফপি।