হে প্রিয়তমা
হে আমার রক্তকরবী ফুলের অশ্রুতমা
হে আমার ভালবাসার প্রভাত ফেরী,
হে আমার আঁধার রাতের ফুলের কলি;
আমি তো শুধু তোমায় বেসেছি ভাল
তুমি আমার জীবনময় আশার আলো।
তুমি মিশে আছো আমার প্রতিটা ক্রোমোজমে
আমার প্রতিটা রক্ত কণায়,
তোমার ছবি চোখে ভাসে, প্রতিটা রাত
প্রতিটা সময়।
তুমি কি জানো? আমার প্রতিটা স্নায়ু কোষে
তোমার স্মৃতি আছে,
আমার সকল কাজের মাঝে
তোমার ছোঁয়া আসে;
তুমি আছো জীবন ভরে,
তুমি মনের মাঝি,
প্রতিটা ক্ষণ আমি শুধু
তোমার হয়ে আছি।