মো.মনজুর কাদির মুকুল,পলাশবাড়ী(গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়িতে মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় পল্লী চিকিৎসক শ্যালক-ভগ্নিপতি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটিসহ চালককে আটক
করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়,শুক্রবার সকাল সাড়ে ৯ টার
দিকে শ্যালক পল্লী চিকিৎসক হযরত আলী হারুন
(৩২) ও আরোহী ভগ্নিপতি খোরশেদ আলম বিপ্লব (২৮) মোটরসাইকেল চালিয়ে পলাশবাড়ীর দিকে আসছিল।
এ সময় উপজেলা সদরের অদূরে রংপুর-বগুড়া মহাসড়কের জুনদহ নামক স্থানে পৌঁছলে বিপরিত
দিক থেকে আসা আলু ভর্ত্তি একটি ট্রাকের সজোরে ধাক্কায় সিঁটকে পড়ে ঘটনাস্থলেই উভয়ই নিহত হন। হযরত আলী হারুন গোবিন্দগঞ্জ থানার শালমারা গ্রামের আজিজ আলীর পুত্র ও ভগ্নিপতি খোরশেদ আলম বিপ্লব বগুড়া জেলার শিবগঞ্জ থানার নাজির হোসেনের পুত্র বলে জানা যায়।
ঘাতক ট্রাকটিসহ চালককে আটক করেছেন বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মহিম বিষয়টি নিশ্চিত করেছেন।