দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে শিশু কন্যা মাইমুনা (৬) কে শ্বাসরোধ করে হত্যা করছে তার মা সাবিয়া আকতার আশা(২৫)।
গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের হরিরামপুর ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মা আশাকে গ্রেফতার করেছে।
নিহতের দাদী রেজিয়া বেগম জানান, নফল রোজা থাকবে বলে সেহরি খাওয়ার সময় তাকে ডাকতে গিয়ে দেখতে পাই নিজ ঘরে রক্তাক্ত মেয়ে ও মা ঘুমিয়ে আছে।
তার চিৎকারে বাড়ীর লোকজন উঠে দেখে মাইমুনার নিথর দেহ ও মা আশা অজ্ঞান হয়ে পড়ে আছে। শুক্রবার সকাল ৬টায় মা আশাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।