শাহীন আলম, টুকুরিয়া (পীরগঞ্জ) থেকেঃ খাদ্য উদ্বৃত্ত রংপুর অঞ্চলের টুকুরিয়া এলাকায়, এবারের বন্যাপ্লাবিত পানিতে তলিয়ে পচে গেছে আমনের চারা। কৃষকরা নতুন করে চারা সংগ্রহ করে লাগাবে, তাও সম্ভব নয়। তারা বলছেন, কোথাও কোথাও কিছু চারা পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া। অবশ্য কৃষি বিভাগ ক্ষতির বিষয়টি স্বীকার করে সহায়তার আশ্বাস দিয়েছে।
রংপুর অঞ্চলে বন্যার পানি কমে গেলেও কমেনি কৃষকদের দুর্ভোগ। যেখানে সবুজে ভরে থাকার কথা ছিল জমিগুলো, সেখানে হলদে বিবর্ণ আকার ধারণ করেছে আমনের ক্ষেত।
ধার দেনা করে মাস খানেক আগে যে চারা বুনেছিল তারা, বন্যার পানিতে অধিকাংশ জমির ধানের চারা পচে গেছে। এতে করে কৃষকদের অনেকেরই মাথায় হাত। এ অবস্থায় চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন করছেন তারা।
পঁচে যাওয়া চারা তুলে ফেলে নতুন করে লাগাবেন তারও কোন উপায় নেই। কোথাও সামান্য চারা পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া। এ অবস্থায় তাই সরকারি সহায়তা চেয়েছেন কৃষকরা।
কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে ক্ষতি নিরুপণ করে সহায়তার আশ্বাস দিয়েছে।
রংপুর অঞ্চলের পাঁচ জেলায় এবার সোয়া ৫ লাখ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম, লালমণিরহাট ও গাইবান্ধাতেই ক্ষতি হয়েছে ১ লাখ ৮১ হাজার হেক্টর জমির চারা।