মেহেদী হাসান সাগরঃ রংপুরের পীরগঞ্জে নিজের ক্রয়কৃত জমিতে পুত্রকে কবরস্থ করার জন্য কবর তৈরী করা হলেও ওই জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষের বাঁধার কারণে অন্য জায়গায় আব্দুর রশিদের লাশ দাফন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত মুসল্লীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার বড়দরগাহ ইউনিয়নের হাজীপুর সাহাপাড়া গ্রামে। অভিযোগ ও এলাকাবাসী জানায় হাজীপুর সাহাপাড়া গ্রামের জয়দাল হোসেন পুত্র আব্দুর রশিদ (৪০) গত শুক্রবার রাত্রে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে পরদিন শনিবার নজরুল ইসলাম এর নিকট থেকে ১০/০৭/১৪ইং তারিখে ৬১৭১ দলিল মূলে ক্রয়কৃত ১৩ শতক জমির ভূট্টা ক্ষেতের একপাশ্বে কবর খনন সম্পন্ন করে। লাশ দাফনের প্রস্তুতি নিলে উক্ত জমির মালিকানা দাবি করে আব্দুস সালামের পুত্র স্বাধীন ও সেলিম মিয়া বাধা দেয়। পীরগঞ্জে নিজের ক্রয়কৃত জমিতে পুত্রকে কবরস্থ করার জন্য লাশ দাফনের প্রস্তুতি প্রতিপক্ষের বাধার কারণে অন্য জায়গায় দাফন।
পীরগঞ্জে নিজের ক্রয়কৃত জমিতে পুত্রকে কবরস্থ করার জন্য লাশ দাফনের প্রস্তুতি প্রতিপক্ষের বাধার কারণে অন্য জায়গায় দাফন।
এক পর্যায়ে শোকাহত পরিবারটি অন্য জায়গায় ওই দিন দুপুরে আব্দুর রশিদকে দাফন করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দু গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত সেলিম মিয়া জানান তার দুই চাচা তাজুল ইসলাম ও নজরুল ইসলাম এর নামে আমার দাদা মৃত. মহির উদ্দিন দুই পুত্রকে দান করেন। বর্ণিত সম্পত্তিতে আমাদের জমি রয়েছে সে কারণে বাধা দিয়েছি।