মেহেদী হাসান সাগর:
পীরগঞ্জে জানাযার নামাজের সময় সাবেক এক ব্যাংক কর্মকর্তার একটি মোটর সাইকেল চুরি গেছে। রোববার (১৩ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামে ওই চরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা’র ষ্টাফ রিপোর্টার আতাউর রহমান সুজন (২৭) এর নামাজে জানাযা রোববার তার গ্রামের বাড়ী দ্বাড়িকাপাড়ায় অনুষ্ঠিত হয়। ওই নামাজে থাকাবস্থায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান এর কালো রংয়ের বাজাজ ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেলের হ্যান্ডেলের তালা খুলে চোর নিয়ে যায়। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। ওসি রেজাউল করিম জানান, চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধারে বিভিন্ন থানায় তারবার্তা প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, সাংবাদিক সুজন শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার বাড়ীতে হার্টএ্যাটাক করলে তাকে হাসপাতালে নেয়ার পথে ধনশালা প্রাথমিক বিদ্যালয়ের কাছে মারা যান। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার খাদিজা বেগম লিমা তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক সুজন প্রায় ৪ মাস আগে বিয়ে করেছেন। তিনি তার বাবা-মার ৩ ছেলের মধ্যে সবার বড়।