রংপুর প্রতিনিধিঃ গতকাল ১৬ ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকালে রংপুর টিচার্স ট্রেনিং কলেজ রংপুরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির রংপুর বিভাগের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে, রংপুর বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক দেলনুর হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলা উদ্দিন মোল্লা, সভাপতি কেন্দ্রীয় কমিটি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তুষার কান্তি মন্ডল, সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন কুসুম, চাটখিল নোয়াখালী, করস্পন্ডিং স্কেলের মহানায়ক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম সাংগাঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, নুরে আলম সিদ্দীকী, অর্থ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জিয়াউর রহমান, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, শফিকুর রহমান শফিক সহ সাংগাঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার প্রধান শিক্ষক আহসান হাবীব, বাবু অজয় কুমার, কাউনিয়া উপজেলার প্রধান শিক্ষক শিপুন আখতার শিপু প্রমুখ। এছাড়াও রংপুরের ৮ জেলার ও উপজেলার নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- আমিরুজ্জামান সুমন, জাতীয় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক ও প্রধান শিক্ষক মিসেস ভিক্টরিয়া বেগম।
খুব শিঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সহ ৫ দফা দাবী আদায়ে প্রধান শিক্ষক সমিতি প্রয়োজনে রীট করার সিদ্ধান্ত নেন।