বিশেষ প্রতিনিধিঃ সম্প্রতি রংপুরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় জনৈক প্রতারক মহিলা মেয়ে শিশুদের স্কুল থেকে ধরে নিয়ে গিয়ে কানের দুল ও নাকের ফুল খুলে নেওয়া সংক্রান্ত নিউজ আমাদের পীরগঞ্জ অন লাইন পত্রিকায় ছাপানোর পর গতকাল ৮ আগস্ট রংপুর র্যাব
অভিযোগে জানা গেছে, রংপুরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ওই মহিলা টিফিনের সময় ছাত্র ছাত্রীরা যখন খেলা করে তখন প্রবেশ করে, যাদের কানে দুল বা নাক ফুল আছে তাদের টার্গেট করে। অন্য শিশুর নিকট দুল ওয়ালা শিশুর নাম নিশ্চিত হন। শিশুর নাম ধরে ডেকে বলে “আমি তোমার খালা। শিশু অস্বীকার করলে, তাকে বিভিন্ন ধরনের পরিচয় দেয়, তোমার নানার বড় ভাইয়ের মেয়ে আমি। এখুনি তোমাদের বাসা থেকে আসলাম। মোট কথা নিশ্চিত করান তিনিই ওর খালা। অতঃপর বিভিন্ন প্রলোভন দেখান এবং সরাসরি অফিস রুমে গিয়ে শিক্ষকদের বলেন স্যার বা ম্যাডাম এ আমার ভাগ্নি একে একটু আমি বাসায় নিয়ে গেলাম। শিক্ষক,ছাত্রীকে জিজ্ঞাসা করলে সেও বলে আমার খালা। অতঃপর তাকে নিয়ে আজানার উদ্দেশে পাড়ি দেন। মওকা মতো প্রতারক মহিলা শিশুদের বিভিন্ন জিনিস খাইয়ে ফাকা জায়গায় তার কানের দুল, নাকের ফুল খুলে নেয়। উল্লেখ্য গত ২ দিনে রংপুরের নানকর ও বড়দরগাহ সঃ প্রাঃ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। তবে প্রতারক মহিলা শিশুদের অপহরন করতে না পারলেও কানের দুল খুলে নিতে সক্ষম হয়েছেন। ভুক্তভোগী শিশুরা এ প্রতিবেক কে ঘটনার বিবরন দেন এবং মহিলার বিষয়ে বলেন, মহিলাটির কোলে একটি শিশু আছে, মহিলাটি উজ্জ্বল শ্যাম। বেশী লম্বা নন। অভিভাবক এবং শিক্ষার্থীরা ভীষন দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন। বিদ্যালয়ে উপস্থিতিও কমে যাচ্ছে বলে জানালেন শিক্ষকরা। এ ব্যাপারে প্রশাসন ও গোয়েন্দা বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক সচেতন এলাকাবাসী। সংবাদটি মুহূর্তেই ভাইরাল হয়ে ফেস বুকে। একই কায়দায় গত সোমবার দুপুরে রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদেরকে খালা পরিচয়ে নিয়ে যেয়ে সোনার গহণা খুলে নেয়। অভিযোগ পাওয়া মাত্র র্যাব-১৩ মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বকশিপাড়া গ্রামের আক্কাস আলীর স্ত্রী অপহরণকারী
লাইজু বেগমকে আটক করতে সক্ষম হয়। সে বেশ কিছুদিন থেকে রংপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিশুদেরকে খালা পরিচয়ে নিয়ে যেয়ে সোনার গহণা খুলে নিত। এঘটনায় অভিভাবক সহ শিশুরা আতঙ্কগ্রস্থ হয়ে পরে। অবশেষে র্যাব-১৩ গতকাল তাকে আটক করে।