কৃষিবিদ এ,কে,এম নাজমুল হাসান (ভারপ্রাপ্ত সম্পাদক)ঃ
বোর্ড প্রদত্ত পাঠ্য বই বেশি বেশি পড়ুন। বোর্ড প্রদত্ত পাঠ্য বইয়ের উপর বেশি জোর দিতে হবে। সন্ধার পর কোন ছাত্র ছাত্রীকে বাড়ির বাহিরে পেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা দেব, অভিভাবকদের কোন সুপারিশ শুনব না। ১৮ বছরের আগে কেউ কারো সন্তানের হাতে ষ্মার্ট ফোন কিনে দেবেন না। আর সারাদিন সন্তানদের সাথে খ্যাচ খ্যাচ না করে ইতিবাচক কথাবার্তা বলুন। ২৮ জানুয়ারী সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ,বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টি,এম,এ মমিন শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশে এই কথাগুলো বলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং বড়দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান ফ্রিডম ফাইটার নুরুল হক, ফ্রিডম ফাইটার নুরুল ইসলাম, এস,এম,সির সভাপতি ও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।