এম,এ সুমন মন্ডলঃ গত শনিবার শিক্ষাথীদের সৎ,উদার ও দায়িত্বশীল আচরনের লক্ষে কুড়িগ্রামের মনিরেরভিটা সপ্রাবি কিছু ইনোভেশন ও বেস্ট প্রাকটিস উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জনাব স্বপন কুমার আধিকারী, উপজেলা শিক্ষা আফিসার।প্রধান অতিথি আহাম্মদ হোসেন পোদ্দার রতন,মাননীয় সদস্য,জেলা পরিষদ,কুড়িগ্রাম।বিশেষ অতিথি জনাব গোলজার হোসেন মন্ডল,চেয়ারম্যান, কাশিপুর ইউপি,জনাব শফিকুল আলম,এইউইও, জনাব শাহজাহান আলী বাদশা, সিনিয়র সহ-সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা,জনাব মনিরুজ্জামান মানিক,প্রাক্তন চেয়ারম্যান,এসএমসি সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ,কাশিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।