জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সদা হাসিমুখ এই মানুষটি আমাদের কাছে তুমুল জনপ্রিয় একজন নাট্য ব্যক্তিত্ব। শুধু নাট্য ব্যক্তিত্ব বললে ভুল বলা হবে, চলচ্চিত্র অভিনেতা ও ব্যক্তি জীবনে একজন সফল প্রেমিক ও গৃহকর্তার এক সুন্দর নজির তিনি।
এরই মধ্যে আদিবাসী মিজানের পরিচালনায় ‘ডায়াবেটিস’ ও ‘অজুহাত’ নামে ঈদের দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন জাহিদ হাসান।
সকল ব্যস্ততাকে দূরে ঠেলে এবার অবকাশ যাপনে পরিবার নিয়ে আমেরিকা যাচ্ছেন এ অভিনেতা। আজ ঢাকা ছাড়বেন জাহিদ হাসান। আমেরিকার বিভিন্ন জায়গায় স্ত্রী এবং দুই সন্তান নিয়ে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছেন তিনি।
এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘অভিনয় ও নাগরিক জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে থাকতেই আমেরিকা ঘুরতে যাচ্ছি।
পরিবারের সবাই আমার সহযাত্রী। দেশে কাজের ব্যস্ততার জন্য ওদের ঠিকমতো সময় দিতে পারি না। এছাড়া অনেকদিন ধরেই এরকম একটি ভ্রমণে বের হওয়ার ইচ্ছা ছিল।
১৫ দিন আমেরিকায় থাকব। সেখানকার বাঙালি কমিউনিটির অনেকের সঙ্গেই দেখা হবে। এছাড়া দর্শনীয় কিছু জায়গা
পরিদর্শনের ইচ্ছা আছে। আমাদের এ যাত্রা যেন নিরাপদ হয়, তার জন্য সবার কাছে দোয়া চাই’।